Monday , November 18 2019
Home / bangladesh / যে কারণে পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন

যে কারণে পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তনদীর্ঘ ১০ বছর পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মুখিয়ে সরফরাজ আহমেদরা। তবে তাদের অপেক্ষা বাড়তেই আছে। বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ (২৭ সেপ্টেম্বর) পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু পূর্বনির্ধারিত সময়ে সেটিও হচ্ছে না। স্বভাবতই সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

করাচিতে গত ক’দিন ধরে হয়েছে ভারী বর্ষণ। এতে সেখানকার ন্যাশনাল স্টেডিয়াম খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ চেষ্টা করেও এর মধ্যে খেলার উপযুক্ত করে তোলা যায়নি। তাই এ ম্যাচ একদিন পেছানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর গড়াবে দ্বিতীয় ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, মাঠ কর্মীদের সঙ্গে পরামর্শ করেই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। তাতে সম্মতি দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ডও (এসএলসি)। আমরা লংকান বোর্ড ও সম্প্রচারকদের প্রতি কৃতজ্ঞ।

অবশ্য তৃতীয় ও শেষ ওয়ানডে হবে যথা সময়ে। আগের সূচি অনুযায়ী, ২ অক্টোবর করাচি ন্যাশনাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।


Source link