Sunday , March 29 2020
Home / bangladesh / ৪২ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ’সাপলুডু’ – bdnews24.com

৪২ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ’সাপলুডু’ – bdnews24.comএতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেককে।

নির্মাতা বলেন, “দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। চাইলে আমরা আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারতাম কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া বুঝে পরে আরও হল সংখ্যা বাড়াবো। ”

অ্যাকশন-থ্রিলারধর্মী চলচ্চিত্রটির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

প্রেক্ষাগৃহের তালিকা

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুমিতা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), বিজিবি (চট্টগ্রাম), মুক্তি (বগুড়া) , এশিয়া (ঢাকা), ঢাকা ক্যান্টনমেন্ট (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, জিনজিরা), পুণম (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), রাজমনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), রানী মহল (ঢাকা) , চাঁদমহল (কাঁচপুর), সাভার ক্যান্ নমেন্ট (সাভার), ঝুমুর (জয়দেবপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মাধবী (মাধবপুর), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), নিউ রজনীগন্ধা (ছালা), আলমাস (চট্টগ্রাম), সিনেমা প্লেস (চট্টগ্রাম ), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর ), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ ).


Source link