Thursday , October 22 2020
Home / bangladesh / Samsung A30s and A50s prices dropped by Rs. 3000

Samsung A30s and A50s prices dropped by Rs. 3000[ad_1]

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরে সেপ্টেম্বর মাসেই ভারতের বাজারে এসেছিল Samsung A30s ও A50s। এর আগের Samsung A30s ও A50s- এর আপডেটেড ভার্সান ছিল এই দুই স্মার্টফোন। এবার এক ধাক্কায় ৩, ০০০ দাম কমল Samsung A50s- এর। একই সঙ্গে ১ ০০০ টাকা দাম দাম মিড সেগমেন্টের আরেক স্মার্টফোন Samsung A30s- এর। ইতিমধ্যেই অনলাইনে নতুন দামে বিক্রি শুরু হয়ে গিয়েছে স্মার্টফোনের।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, উন্নত মানের ক্যামেরা। এই বৈশিষ্ট্যগুলির উপরেই মূলত নজর দিয়েছিল সংস্থা। খাতায় কলমে স্পেসিফিকেশন ছাড়াও রয়েছে Samsung- এর ব্র্যান্ড ভ্যালু। ক্রেতাদের কাছে ভাল রিভিউ পেয়েছিল এই স্মার্টফোন। দেখে নিন Samsung Galaxy A30s এবং Galaxy A50s- এর স্পেসিফিকেশন ও নতুন দাম …

Samsung Galaxy A30s- এর স্পেসিফিকেশন ও দাম:

১) ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও আগের সংস্করণের চেয়েও বেশি। থাকছে ওয়াটার ড্রপ নচ।

২) ৪ জিবি RAM আর ৬৪ জিবি বা ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে Samsung Galaxy M30s যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

আরও পড়ুন: ভারতে গুগলের শীর্ষ পদে আইআইএম কলকাতার প্রাক্তনী সঞ্জয় গুপ্ত

৪) ২৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ব্যাটারির বিষয়ে বেশ জোর দিয়েছে Samsung। ৪,০০০ mAh ব্যাটারি থাকছে Samsung Galaxy M30s- এ।

৭) Samsung Galaxy M30s- এর টপ ভেরিয়েন্টের দাম ছিল ১৬, ৯৯৯ টাকা ১,০০০ টাকা দাম কমে তা হল ১৫, ৯৯৯।

Samsung Galaxy A50s- এর স্পেসিফিকেশন ও দাম:

১) ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। থাকছে ওয়াটার ড্রপ নচ।

২) ৪ জিবি ও ৬ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে Samsung Galaxy M50s যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে। থাকছে স্যামসাঙ ওয়ান ইউজার ইন্টারফেস।

আরও পড়ুন: ডুয়াল রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরায় স্লো মো ভিডিয়ো রেকর্ডিং! লঞ্চ হল iPhone 11

৪) ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ব্যাটারির বিষয়ে বেশ জোর দিয়েছে Samsung। ৪,০০০ mAh ব্যাটারি থাকছে Samsung Galaxy M50s- এ।

৭) মনে করা হচ্ছে Samsung Galaxy M50s- এর টপ ভেরিয়েন্টের দাম ২২, ৯৯৯। সেই দাম কমে হল ১৯, ৯৯৯।

[ad_2]
Source link